Site icon Jamuna Television

ভারতের হাসপাতালে আগুন, ৪ শিশুর মৃত্যু

ছবি: প্রতীকী

ভারতের মধ্যপ্রদেশের একটি হাসপাতালের শিশু বিভাগে অগ্নিকাণ্ডে চার শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে আগুন লাগে ভোপালের কমলা নেহরু হাসপাতালে।

রাজ্যের স্বাস্থ্য বিভাগ জানায়, এসএনসিইউতে ৪০ শিশু ভর্তি ছিল। আগুন লাগার পরপরই সব শিশুকে সরিয়ে নেয়া হয়। তবে গুরুত্ব অবস্থায় থাকা ৪ শিশুর মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস বলছে, কয়েক ঘণ্টার চেষ্টায় হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানাতে পারেনি তারা।

নিহত প্রত্যেক শিশুর পরিবারকে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়েছেন রাজ্য সরকার।

Exit mobile version