Site icon Jamuna Television

ইনজুরি কাটিয়ে ব্রাজিল দলে ফিরেছে কুটিনহো

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বে শুক্রবার (১২ নভেম্বর) কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ইনজুরি কাটিয়ে বার্সেলোনা মিডফিল্ডার কুটিনহো দলে ফিরাতে বেশ ভালোভাবেই নিজেদের প্রস্তুতি সারছে কোচ তিতের দল। কোরিনথিয়াস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬ টায়।

নিজেদের শেষ ম্যাচে উরুগুয়েকে ৪-১ গোলে হারিয়ে দারুণ ছন্দে আছে তিতের দল। যদিও কলম্বিয়ার সাথে এর আগের ম্যাচে অবশ্য গোলশূন্য ড্র করেছে তারা। কিন্তু খেলোয়াড়দের ওপর বেশী চাপ দিতে নারাজ কোচ। নেইমার, কুটিনহো ও থিয়াগো সিলভাকে নিয়েই দল সাজানোর পরিকল্পনা করছে তিতে। আর ইনজুরি কাটিয়ে দলে ফিরা কুটিনহো আত্মবিশ্বাসী সেরাটা নিংড়ে দিতে।

ম্যাচের পূর্বে ফিলিপ কুটিনহো জানান, আমি দলে ফেরার পর কোনো প্রকার ব্যথা অনুভব করিনি। তাই আশা করি আমি এখন পুরোপুরিভাবেই সুস্থ। কিন্তু আমার এখনও আরও সময় দরকার নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে। আমি সেদিকেই বেশী মনোযোগী।

কাতার বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা পর্বে ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল, তাই কলম্বিয়ার সাথে ফেভারিট হিসেবেই মাঠে নামবে দলটি।

Exit mobile version