Site icon Jamuna Television

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যসচিবকে খুনের হুমকি, চিকিৎসকসহ গ্রেফতার ৩

ছবি: সংগৃহীত।

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যসচিব আরাপন বন্দোপাধ্যায়কে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানোর অভিযোগে এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। এর সাথে যুক্ত থাকার অপরাধে ওই চিঠি টাইপ করায় বিজয় কুমার কয়াল নামে এক টাইপিস্ট এবং ডা. সেনের গাড়ি চালক রমেশ সাউকেও গ্রেফতার করা হয়েছে। খবর জি নিউজের।

জানা গেছে, ড. অরিন্দম সেন নামের ওই চিকিৎসক গত দু’বছর ধরে বিভিন্ন ব্যক্তিকে হুমকি দিয়ে চিঠি দিয়ে আসছে। এরমধ্যে গত ২৬ অক্টোবর আলাপন বন্দোপাধ্যায়ের স্ত্রী সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে একটি চিঠি আসে। সেখানে লেখা ছিল, ‘আপনার স্বামী খুব দ্রুত খুন হবেন। তাকে কেউ বাঁচাতে পারবে না।’

দুই লাইনের টাইপ অক্ষরে লেখা চিঠির শেষে এক ব্যক্তির নাম-ঠিকানাও ছিল। তবে পুলিশি তদন্তে সেই ব্যক্তির সাথে চিঠির কোনো যোগসূত্র পাওয়া যায় না। অবশেষে সম্প্রতি ডা. অরিন্দম এবং চিঠিটির লেখক টাইপিস্ট বিজয় কুমার কয়াল এবং এই চিকিৎসকের গাড়ি চালক রমেশ সাউকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৯ অক্টোবর) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version