Site icon Jamuna Television

পোশাক উৎপাদন খরচও বাড়াবে ডিজেলের দাম

এক রাতে ডিজেলের মূল্য ২৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তে নড়েচড়ে উঠেছে গোটা দেশ। ডিজেলের মূল্যবৃদ্ধি অ্যাক্সেসরিজ থেকে পোশাক কারখানায় উৎপাদন খরচ বাড়াবে। অন্যান্য শিল্পের কাঁচামালসহ পণ্য আমদানি ও রফতানির ব্যয়ও বাড়বে বেশ। আর এতেই প্রতিযোগিতা সক্ষমতা হারানোর আশঙ্কা ব্যবসায়ীদের।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বিকেএমইএর সহ-সভাপতি আখতার হোসেন অর্পূব বলছেন, বাস-লঞ্চ ভাড়া বাড়িয়ে ঘরে ফিরেছেন পরিবহন মালিকরা। কিন্তু জ্বালানির মূল্যবৃদ্ধিতে পোশাকখাতে বাড়তি উৎপাদন খরচ কি দেবেন বিদেশি ক্রেতা-ব্র্যান্ড-বায়রারা?

শুধু পোশাক নয়, প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ শিল্প পণ্যের খরচও বাড়ছে। আর এতেই প্রতিযোগিতা সক্ষমতা হারানোর শঙ্কা প্রকাশ করছেন কসমো গ্রুপের নির্বাহী পরিচালক নাঈম হায়দার।

আমদানি-রফতানির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে পরিবহন। তাই এক লাফে লিটারে ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধির সিদ্ধান্তে সব ধরনের ব্যবসায়ীরাই পড়বেন বিপাকে।

এমনকি কৃষকের ওপরও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে। কিন্তু এ খাত সংশ্লিষ্টরা সংগঠিত না হওয়ায় কৃষি ও কৃষকের ওপর খরচ বৃদ্ধির চাপ বরাবরের মতোই আগোচরে থেকে যাবে।

Exit mobile version