Site icon Jamuna Television

বিয়ের দিন এগিয়ে আনলেন ক্যাটরিনা!

ছবি: সংগৃহীত।

ধুমধাম করে বিয়ে করতে চান, সাজতে চান মনের মতো। তাই সুবিধা মতো বিয়ের দিন এগিয়ে এনেছেন ক্যাটরিনা কইফ।

ছবির শ্যুটিং শেষ করে ২০২২ সালের মে মাসে বিয়ের পিঁড়িতে বসবেন বলে ঠিক করেছিলেন ভিকি। কিন্তু এতদিন পর্যন্ত অপেক্ষা করতে নারাজ ক্যাটরিনা। ইতোমধ্যেই বিয়ের তোড়জোড় শুরু। শোনা যাচ্ছে, রাজস্থানে অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন তারা। কিন্তু মে মাসে সেখানে প্রচণ্ড গরম থাকায় শীতেই শুভ কাজ সেরে ফেলতে চাইছেন সালমান খানের সাবেক প্রেমিকা ক্যাট। খবর হিন্দুস্তান টাইমসের।

ভিকি-ক্যাটরিনার ঘনিষ্ঠ এক ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেছেন, বিয়ে কোথায় হবে, কী পোশাক পরবে সবকিছু ঠিক করে রেখেছিল ক্যাটরিনা। মে মাসে রাজস্থানে খুব গরম পড়বে বলে তখন সেখানে অনুষ্ঠান করা সম্ভব নয়।

সেই ব্যক্তি জানিয়েছেন, খোলা জায়গায় সাজিয়ে গুছিয়ে বিয়ে করবেন ভিকি-ক্যাটরিনা। সারা দিন জুড়ে প্রচুর নিয়মকানুন মেনে সাত পাকে বাঁধা পড়বেন তারা। গরমে এত ঝক্কি সামলানো মুশকিল। তাই ডিসেম্বরের ঠাণ্ডায় নিজের ইচ্ছেপূরণ করতে চাইছেন ভিকির প্রেমিকা।

Exit mobile version