Site icon Jamuna Television

দেশে করোনার খাওয়ার ট্যাবলেটের অনুমোদন

ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের চিকিৎসায় মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির অ্যান্টিভাইরাল ট্যাবলেটের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে দেশের ঔষধ প্রশাসন অধিদফতর।

বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে এ অনুমোদন দেয়া হয়। অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন ঔষধ প্রশাসন অধিদফতর।

সর্দি-জ্বরের চিকিৎসার জন্য তৈরি করা মলনুপিরাভি ট্যাবলেটটি করোনা আক্রান্ত রোগীর সেবায় পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে আশানুরূপ ফল পাওয়া গেছে। এই বড়ি সেবনে হাসপাতালে ভর্তি বা মৃত্যুর ঝুঁকি অর্ধেক কমেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ট্যাবলেট তৈরি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানি। সম্প্রতি এই ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য সরকারও।

ঔষধ প্রশাসন অধিদফতর সূত্রে জানা যায়, ওষুধ প্রস্তুতকারী কোম্পানি স্কয়ার, বেক্সিমকো, রেনেটা, ইনসেপ্টা, এসকেএফ, জেনারেল, বিকনসহ ৮ থেকে ১০টি প্রতিষ্ঠান আবেদন করেছে। তবে প্রাথমিকভাবে ‘বেক্সিমকো’কে অনুমোদন দেয়া হয়েছে। ধাপে ধাপে অন্যান্য প্রতিষ্ঠানকেও অনুমতি দেয়া হবে। এটি দেশেই উৎপাদন করা হবে। সবকিছু ঠিক থাকলে এটি এখন দেশে জরুরি ব্যবহার করা যাবে।

Exit mobile version