Site icon Jamuna Television

পরিবেশ রক্ষায় যুক্তরাষ্ট্রকে পিছিয়ে দেয়ার জন্য ট্রাম্প দায়ী: ওবামা

ছবি: সংগৃহীত

পরিবেশ সুরক্ষায় যুক্তরাষ্ট্রকে পিছিয়ে দেয়ার জন্য দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পকে দায়ী করলেন আরেক সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার (১১ নভেম্বর) স্কটল্যান্ডের গ্লাসগো সম্মেলনে দেয়া বক্তৃতায় এ অভিযোগ করেন তিনি।

ট্রাম্প নির্বাচিত হবার পর জলবায়ু পরিবর্তন রোধে যুক্তরাষ্ট্রের অগ্রগতি থেমে যায়, এমনটাই দাবি করেন এ নেতা। একই সাথে বিশ্বের অন্যতম কার্বন নিঃসরণকারী দেশ রাশিয়া ও চীনের কঠোর সমালোচনাও করেন। জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর উদ্যোগে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ওবামা।

বারাক ওবামা বলেন, বলতে দ্বিধা নেই, ডোনাল্ড ট্রাম্পের আমলে জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ে আমাদের অগ্রগতি থমকে গিয়েছিলো। রাশিয়া-চীনের স্থবিরতাও হতাশাজনক। জলবায়ু পরিবর্তন রোধ নিয়ে কথা বলতে হলে, একটা বিষয় মাথায় রাখতে হবে যে, বাংলাদেশ বা মালির মতো দেশগুলোর চেয়ে, যুক্তরাষ্ট্রের মতো সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশগুলোকে বেশি এগিয়ে আসতে হবে।

পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষতিপূরণের অর্থ দ্রুত মিটিয়ে দেয়ার তাগিদও দেন।

Exit mobile version