Site icon Jamuna Television

ফরিদপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণ, আটক ৩

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর সদর উপজেলার চর টেপুরাকান্দি গ্রামে সপ্তম শ্রেনীর এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। ঘটনার সাথে জড়িত ৩ জনকে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে ফরিদপুর কোতয়ালী থানায় এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ এসব তথ্য জানায়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. জামাল পাশা জানান, গত রবিবার দিবাগত রাতে ওই কিশোরীকে বাড়ি থেকে তুলে প্রায় ১ কিলোমিটার দূরে চকের মধ্যে নিয়ে যায় ধর্ষকরা। পরে সেখানে পালাক্রমে ওই কিশোরীকে ধর্ষণ করে ৪ জন। গুরুতর আহত অবস্থায় সেখানে তাকে ফেলে পালিয়ে যায় আসামীরা। পরে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আবারো অসুস্থ হয়ে পরলে রাতেই পরিবারের সদস্যরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সোমবার রাতে পুলিশ ঘটনাটি জানাতে পারে। জড়িতদের ধরতে রাতেই পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। রাত ২টা পর্যন্ত অভিযান চালিয়ে মূল অভিযুক্ত আকাশ শেখকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে রনি শেখ ও শিপন শেখকে আটক করা হয়। সোহাগ নামে অপর এক আসামী এবং এক অটোচালক এখনো পলাতক রয়েছে। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Exit mobile version