Site icon Jamuna Television

টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম ফিফটির মালিক যারা

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের সুপার টুয়েলভ পর্ব শেষ। বাকি শুধু সেমিফাইনাল ও ফাইনাল। এরইমধ্যে হয়ে গেছে নানা রেকর্ড। ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুলের রেকর্ড গড়ার পরপরই সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম ফিফটি হাকানোর তালিকায় প্রথম কিন্তু একজন ভারতীয়ই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম ফিফটির মালিক ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং। ২০০৭ সালে প্রথম বিশ্বকাপে মাত্র ১২ বলে এ রেকর্ড গড়েন তিনি। ইংল্যান্ডের বোলারদের তুলোধুনো করে এই রেকর্ডের মালিক বনে যান যুবরাজ। এই ইনিংসেই স্টুয়ার্ড ব্রডের এক ওভারে ৬টি ছক্কা মারেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে কম বলে ফিফটি করার তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন নেদারল্যান্ডসের ব্যাটসম্যান স্টিফেন মাইবার্গ। আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ১৭ বলে এ রেকর্ড করেন ডাচ তারকা।

১২ বল ও ১৭ বলে একজন করে ফিফটি করলেও ১৮ বলে ফিফটি করেছেন বেশ কিছু খেলোয়াড়। ২০২১ বিশ্বকাপেই স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র ১৮ বলে ফিফটি করেন শোয়েব মালিক। ৩৯ বছর বয়সেও স্কটিশ বোলারদের তুলোধুনো করে ছাড়েন মালিক। এই বিশ্বকাপেই ১৮ বলে ফিফটি করেছেন ভারতের ওপেনার লোকেশ রাহুল। সেই স্কটিশদের বিপক্ষেই এই রেকর্ড গড়েন তিনি। এর আগে অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েলও করেছিলেন ১৮ বলে ফিফটি। ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে এই রেকর্ড গড়েন এ অজি অলরাউন্ডার। ২০০৭ বিশ্বকাপে অস্ট্রলিয়ার সাথে ১৮ বলে ফিফটি মেরে এই তালিকায় আরও একবার জায়গা করে নিয়েছেন যুবরাজ সিং। ১৮ বলে ফিফটি আছে বাংলাদেশি তারকা মোহাম্মদ আশরাফুলেও। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ঝড়ো ফিফটিতে জয় পায় বাংলাদেশ।

Exit mobile version