Site icon Jamuna Television

মোশাররফ রুবেলের সফল অস্ত্রোপচার

সফল হয়েছে মোশাররফ রুবেলের অস্ত্রোপচার। ছবি: সংগৃহীত

সফল অস্ত্রোপচার হয়েছে ক্রিকেটার মোশাররফ রুবেলের। অস্ত্রোপচারের পর তার সাড়া মিলেছে বলেও জানান চিকিৎসকরা।

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে অনেক দিন ধরেই চিকিৎসাধীন ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। সিঙ্গাপুরে একাধিকবার চিকিৎসার পর মাঠেও ফিরেছিলেন তিনি। কিন্তু নতুন করে আবার টিউমার ধরা পড়ায় রুবেলের শারীরিক অবস্থার অবনতি ঘটে।

বর্তমানে ভারতের একটি হাসপাতালে তার টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন হয়। শুরু থেকেই এই ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছে বিসিবি।

রুবেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী ফারহানা রূপা। ফেসবুকে নিজ অ্যাকাউন্টে তিনি বলেন, আমি বা আমার স্বামী যদি কোনোদিন ভালো কিছু করে থাকি, যদি আপনাদের মনে আমাদের জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা থাকে তবে একবার হলেও সৃষ্টিকর্তার কাছে তার জন্য হাত তুলবেন। আমরা জানা অজানায় কখনো যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি তবে আমাদের ক্ষমা করবেন।

Exit mobile version