Site icon Jamuna Television

ইরানের মহড়ায় ঢোকার চেষ্টা মার্কিন ড্রোনের; তাড়িয়ে দেয়ার দাবি তেহরানের

পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের সামরিক মহড়ার মধ্যেই দুইটি মার্কিন মনুষ্যবিহীন বিমান তথা ড্রোন গতিরোধ করার দাবি করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা ইরনার বরাতে এএফপি জানিয়েছে, মার্কিন ড্রোন দুটি ইরানের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করলে তাদেরকে ঐ এলাকা থেকে চলে যাওয়ার জন্য হুঁশিয়ারি দেওয়া হয়।

আরকিউ৪ এবং এমকিউ-৯ ড্রোনগুলো অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে দেশটির বার্ষিক সামরিক মহড়া সম্পর্কে তথ্য সংগ্রহ করতে চেয়েছিল বলে দাবি ইরানের। এদিকে এখনও পর্যন্ত এ নিয়ে চুপ আছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ইরান দাবি করেছে, তাদের আকাশসীমার কয়েক কিলোমিটার দূরে থাকতেই বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের মাধ্যমে ড্রোনগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। ড্রোনগুলো মহড়াস্থলের দিকে যাওয়ার চেষ্টা করলে ইরানের বিমানবাহিনীর পক্ষ থেকে সতর্ক করার পরপরই ড্রোন দুটি ঐ এলাকা থেকে চলে যায়।

পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালী, ওমান সাগর, ভারত মহাসাগরের উত্তরাংশ এবং লোহিত সাগরের অংশবিশেষে ‘জুলফিকার-১৪০০’ নামে বিশেষ যৌথ মহড়া শুরু করেছে ইরানের সামরিক বাহিনী। দেশটির এয়ারবোর্ন ইউনিট, স্পেশাল ফোর্স এবং র‍্যাপিড রিঅ্যাকশন ব্রিগেডের সদস্যরা এতে অংশ নিয়েছেন।

Exit mobile version