Site icon Jamuna Television

ইংল্যান্ড-নিউজিল্যান্ড সেমিফাইনালে নজর থাকবে যাদের দিকে

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের পর সুপার টুয়েলভ পর্বও শেষ। নির্ধারিত হয়ে গেছে সেমিফাইনাল খেলা চার দলের নাম। যেখানে ১০ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। আর ১১১ নভেম্বর মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান।

আগামীকাল বুধবার (১০ নভেম্বর) আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় রাত ৮.০০টায় শুরু হবে ম্যাচ। এই ম্যাচ জিতলেই নিশ্চিত হবে ১৪ নভেম্বরের ফাইনালের টিকিট।

আসরে দুই দলের ব্যাটারদের মধ্যে রান সংগ্রহে জস বাটলার এক নাম্বারে থাকলেও পরের তিনটি অবস্থানে নিউজিল্যান্ডের খেলোয়াড়রা। ২৪০ রান করে সুপার টুয়েলভে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক জস বাটলার। একটি সেঞ্চুরির পাশাপাশি একটি হাফ-সেঞ্চুরিও করেছেন বাটলার। নিউজিল্যান্ডের ‌ওপেনিং ব্যাটসম্যান গাপটিলও ছন্দে আছেন। করেছেন ১৭৬ রান। এছাড়া ১২৬ ও ১২৫ রান করা কেন উইলিয়ামসন ও ড্যারিয়েল মিচেলের দিকেও থাকবে নজর।

বোলিংয়েও সমানে সমান দুই দল। বোলিংয়ে এখন পর্যন্ত আসরে ১১ উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। তার পেস আর সুইংয়ে নাকাল হতে পারে ইংলিশ ব্যাটিং লাইনআপ। দুই দলের খেলোয়াড়দের উইকেটশিকারিদের মধ্যে পেসার ট্রেন্ট বোল্ট এগিয়ে থাকলেও বাকি জায়গাগুলো দখল করেছেন স্পিনাররা। আসরে ৮টি করে উইকেট নিয়েছেন ইংল্যন্ডের লেগ স্পিনার আদিল রশিদ ও নিউজিল্যান্ডের লেগ স্পিনার ইশ সোধি। ৭ উইকেট নিয়ে দারুণ কিছু করার ইঙ্গিত দিয়ে রাখছেন পাওয়ার প্লে-তে ইংলিশদের হয়ে বোলিংয়ে ওপেন করা মঈন আলীও।

Exit mobile version