Site icon Jamuna Television

সাকিবকে হারিয়ে আইসিসির মাসসেরা খেলোয়াড় আসিফ আলী

ছবি: সংগৃহীত

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরমেন্সের কারণে আইসিসির অক্টোবর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পাকিস্তানি ব্যাটার আসিফ আলি। নারী ক্যাটাগরিতে এই পুরষ্কার জিতেছেন আয়ারল্যান্ডের ব্যাটার লরা ডিলানি।

মঙ্গলবার (১০ নভেম্বর) আইসিসির ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়। আসিফ আলী এই ক্যাটাগরিতে হারিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ও নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড উইসেকে।

চলতি বিশ্বকাপে আসিফ তিন ম্যাচের তিনটিতেই অপরাজিত থেকে ৫২ রান করেছেন। যেখানে তার স্ট্রাইকরেট ছিল ২৭৩.৬৮। নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে আসিফ ১২ বলে ২৭ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে দলের যখন ২ ওভারে ২৪ রানের প্রয়োজন তখন ১৯তম ওভারেই চারটি ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন।

আসিফ আলির প্রশংসা করে আইসিসি ভোটিং একাডেমির সদস্য ইরফান পাঠান বলেন, দলের বিপদে পারফর্ম করাই আসিফকে অনন্য করেছে। যদিও রানের দিক দিয়ে আসিফ অন্য দুই জনের চেয়ে পিছিয়ে আছে কিন্তু চাপের মুহূর্তে দলের জয়ে অবদান রাখা-ই তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

Exit mobile version