Site icon Jamuna Television

আসছেন আরজে নুসরাত

চিত্র নায়িকা নুসরাত জাহান এবার আসছেন 'ইশক উইথ নুসরাত' নিয়ে।

সম্প্রতি বিভিন্ন আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। গত ২৬ আগস্ট ছেলের জন্মের পর ইতোমধ্যে কাজেও ফিরেছেন তিনি। ফটোশ্যুট, সিনেমার শ্যুটিংসহ বিভিন্ন কাজে আবারও ব্যস্ত হয়ে পড়েছেন নুসরাত। এরমধ্যেই ঘোষণা এলো যে এবার রেডিও জকি (আরজে) এর ভূমিকায় দেখা যাবে আলোচিত এ অভিনেত্রীকে। নুসরাতের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই শো এর ঝলক ইতোমধ্যেই সাড়া ফেলেছে। 

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে যে, একটি বেসরকারি রেডিও চ্যানেলের সঞ্চালকের ভূমিকায় কাজ করতে যাচ্ছেন নুসরাত। নতুন এ শো এর এর নাম ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। জানা গেছে, আগামী ১৫ নভেম্বর থেকে ‘ইশক উইথ নুসরাত’ শিরোনামের প্রোগ্রামে আরজে হিসেবে দেখা ও শোনা যাবে নুসরাত জাহানকে। একই দিন থেকে রেডিও চ্যানেলটির ইউটিউব চ্যানেলেও দেখা যাবে নুসরাতের শো।  

উল্লেখ্য, এর আগে একই চ্যানেলের জন্য হিন্দিতে একটি শো করেছিলেন কারিনা কাপুর খান। ক্যারিয়ার থেকে মাতৃত্ব, এ যুগে নারীর প্রেম থেকে বিবাহ পরবর্তী সমস্যাগুলো নিয়ে কারিনা কাপুরের শোতে উঠে এসেছিল। এবার সেই একই প্ল্যাটফর্মে নুসরাত কী উপহার দিতে যাচ্ছেন, তা দেখার অপেক্ষায় ভক্তরা।

Exit mobile version