Site icon Jamuna Television

প্রাচীনতম কম্পিউটারের দাম পাঁচ কোটি!

মঙ্গলবার নিলামে উঠতে যাচ্ছে অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াকের বানানো ৪৫ বছর আগের একটি কম্পিউটার। ধারণা করা হচ্ছে, এর দাম উঠতে পারে ৬ লক্ষ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি টাকারও বেশি।

ম্যাকবুকের বাহারি সংস্করণের এই যুগে অ্যাপল-১ মডেলের ঐ কম্পিউটারটিকে যান্ত্রিক ফসিলও বলা যেতে পারে! উল্লেখ্য, নিজেদের সময়ে এরকম ২০০টি কম্পিউটার বানিয়েছিলেন এই প্রযুক্তি-নির্মাতাজুটি।

তাদের তৈরি অন্যান্য কম্পিউটার থেকে এটি ভিন্ন। কোয়া কাঠের ফ্রেমের মধ্যে রয়েছে ৪৫ বছরের পুরনো এই কম্পিউটার। অত্যন্ত দামি এই কাঠ পাওয়া যায় শুধুমাত্র হাওয়াই দ্বীপপুঞ্জে।

Exit mobile version