Site icon Jamuna Television

বাংলাদেশি খেলোয়াড়রা খেলতেই চায়নি: ডেল স্টেইন

সাউথ আফ্রিকার পেস লিজেন্ড ডেল স্টেইন।

ওমান-আরব আমিরাতে চলমান টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ক্রিকইনফো’র পক্ষ থেকে বিভিন্ন প্রশ্ন করা হয়েছিলো সাউথ আফ্রিকান পেসার ডেল স্টেইনকে। প্রশ্নসমূহের ভেতরে বাংলাদেশের এবারের পারফর্মেন্স নিয়েও জিজ্ঞেস করা হয়েছিলো স্টেইনকে। কোনো রাখঢাক না রেখে সরাসরিই উত্তর দিয়েছেন সাউথ আফ্রিকার লিজেন্ডারি পেসার।

ক্রিক ইনফোর পক্ষ থেকে স্টেইনের উদ্দেশে প্রশ্ন ছিলো, ‘এই টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন খেলোয়াড় বা দল আপনাকে সবচেয়ে বেশি হতাশ করেছে?’

এর উত্তরে ডেল বলেন, বাংলাদেশ। ওরা এখানে যা করেছে তার থেকে অনেক ভাল মানের দল ওরা। ওদের টিম ম্যানেজমেন্টের কোনো ভুল আমি দেখছিনা। আর ব্যর্থতার দায় খেলোয়াড়দেরই নেয়া উচিত। একজন বা দু’জন খারাপ করলে নাহয় মানা যেত ব্যাপারটা। কিন্তু ওরা কেউ খেলতেই চায়নি।

ডেল স্টেইনকে করা ক্রিক ইনফো’র প্রশ্ন ও এর উত্তরে যা বললেন তিনি।

Exit mobile version