Site icon Jamuna Television

প্রেমিকের বাড়িতে একসঙ্গে ৪ প্রেমিকা, পালানোর পথ না পেয়ে বিষপান যুবকের!

প্রতীকী ছবি।

একসঙ্গে চার যুবতীর সঙ্গে প্রেম করছিলেন এক যুবক। ওই চার প্রেমিকা এক হয়ে যুবকের বাড়িতে চলে আসেন। এতে পালানোর পথ না পেয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই প্রেমিক। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। ঘটনাটি ভারতের কোচবিহারের মাথাভাঙা এলাকার। খবর হিন্দুস্থান টাইমসের।

স্থানীয় বাসিন্দাদের দাবি, মাথাভাঙার জোরপাটকি গ্রামের খারিজা কাওয়ারডারা এলাকার ওই যুবক চার যুবতীর সঙ্গে প্রেম করছিলেন। তাদের মধ্যে দুই যুবতীর বাড়ি ঘোকসাডাঙ্গা এলাকা। অপর দু’জনের বাড়ি ভারথানা এবং জোরপাটকিতে। এভাবেই দীর্ঘদিন ধরে চলছিলো তাদের প্রেম। কিন্তু সম্প্রতি ওই যুবকের কীর্তি ফাঁস হয়ে যায়। প্রেমিকারা টের পেয়ে যান যে একইসঙ্গে চারজনের সঙ্গে সম্পর্ক আছে ওই যুবকের। তারপরই চারজন মিলে যুবকের বাড়িতে হাজির হন।

চার প্রেমিকাকে একসঙ্গে দেখে অবাক হয়ে যান যুবক। প্রাথমিকভাবে পালানোর চেষ্টা করেন। কিন্তু কোনো লাভ হয়নি। যুবককে বোঝানোর চেষ্টা করা হয়। তাতেও কোনো কাজ হয়নি। বরং সেইসবের মধ্যেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক। দ্রুত তাকে উদ্ধার করে কোচবিহারের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। তবে আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

স্থানীয় পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, সুস্থ হয়ে উঠলে যুবককে জিজ্ঞাসাবাদ করা হবে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

Exit mobile version