Site icon Jamuna Television

শ্রীলঙ্কার বন্যা পরিস্থিতির অবনতি; নিহতে সংখ্যা বেড়ে ১২

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।

মঙ্গলবার (৯ নভেম্বর) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে এ তথ্য। সবচেয়ে বিপর্যস্ত রাজধানী কলম্বো ও পুত্তালাম শহর। পানিতে ডুবে আছে রাস্তাঘাট, বাড়িঘর। উপড়ে পড়েছে বহু গাছপালা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অনেক এলাকায়। বিপর্যস্ত জনজীবন। ভূমিধসের খবর পাওয়া গেছে কুরুনাগালা শহরে। সেখানে একটি বাড়ি বিধ্বস্ত হয়ে মারা গেছে একজন।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, আরও দু’দিন চলবে ভারি বৃষ্টি। তীব্র বাতাস ও বজ্রপাতের সতর্কতাও জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Exit mobile version