Site icon Jamuna Television

সিঙ্গাপুরে করোনার টিকা না নিলে চিকিৎসা খরচ দেবে না সরকার

ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরে বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ। তাই সংক্রমণ ঠেকাতে নতুন নিয়ম জারি করলো দেশটির সরকার। নতুন নিয়ম অনুযায়ী, যারা ইচ্ছাকৃতভাবে করোনার টিকা নেবে না, তাদের আগামী মাস থেকে চিকিৎসা খরচ দেবে না সরকার।

সোমবার (৮ নভেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন এ নির্দেশনা জারি করে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যেসব করোনা রোগী নিজ ইচ্ছায় টিকা নেননি, তাদের আগামী ৮ ডিসেম্বর থেকে নিজেদের করোনা চিকিৎসার বিল নিজেদের দিতে হবে। এতো দিন দেশটির নাগরিকদের চিকিৎসা ব্যয় বহন করে আসছে সিঙ্গাপুর সরকার। এছাড়া নির্দিষ্ট ক্যাটাগরিতে দেশটিতে বসবাসরত বিদেশি বাসিন্দাদের চিকিৎসার খরচও সিঙ্গাপুর সরকার দেয়। মাত্র ৫৬ লাখ মানুষের দেশটির ৮৫ শতাংশই এসেছে টিকার আওতায়।

Exit mobile version