Site icon Jamuna Television

পর্নকাণ্ডের পর প্রথম প্রকাশ্যে আসলেন রাজ-শিল্পা

ছবি: সংগৃহীত

পর্নকাণ্ডের পর অবশেষে প্রকাশ্যে আসলেন শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা। গত জুলাই মাসে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন রাজ কুন্দ্রা। সেপ্টেম্বর মাসে তিনি জামিন পান। খবর আনন্দবাজার পত্রিকার।

আনন্দবাজার জানায়, জেল থেকে বের হওয়ার পর গত দেড় মাসে শিল্পা ও রাজকে প্রকাশ্যে দেখা যায়নি। মঙ্গলবার হিমাচল প্রদেশের এক মন্দির থেকে দম্পতির একসঙ্গে বের হওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। এ দিন দু’জনের পরনেই ছিল হলুদ রঙের পোশাক।

খবরে বলা হয়, গত শনিবার থেকে শিল্পার সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে ধর্মশালা ভ্রমণের নানা মুহূর্ত। সঙ্গে রয়েছে দুই সন্তান ভিয়ান-শমিশা। তবে রাজও যে সফরসঙ্গী হয়েছেন, তা ঘুণাক্ষরেও বুঝতে দেননি অভিনেত্রী।

এদিকে, গণেশ পূজা থেকে দীপাবলি সোশ্যাল মিডিয়ায় শিল্পার কোনো পোস্টে এ যাবত রাজের কোনো উপস্থিতি ছিল না। গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ার সব অ্যাকাউন্ট বন্ধ করেছেন রাজ।

ইউএইচ/

Exit mobile version