Site icon Jamuna Television

গণপরিবহনে ভাড়া নিয়ে হয়রানি; নজরদারিতে নেমেছে পুলিশ

রাজধানীর বিভিন্ন মোড়ে দেখা গেছে ডিএমপি'র ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

গণপরিবহনের বাড়তি ভাড়া নেয়া ও হয়রানির নজরদারিতে নেমেছে পুলিশ। রাজধানীর বিভিন্ন সড়কে তদারক করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার (১০ নভেম্বর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন মোড়ে দেখা গেছে ডিএমপি’র ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

যাত্রীদের অভিযোগ, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে। অনিয়ম ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা বাড়ানোর তাগিদ দিয়েছেন যাত্রীরা। এসময় বাড়তি ভাড়ার কারণে কয়েকটি পরিবহনকে দুই থেকে পাঁচ হাজার পর্যন্ত টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার বাড়তি ভাড়া কার্যকরের দ্বিতীয় দিনেও বিশৃঙ্খলা দেখা গেছে বাস টার্মিনালগুলোতে। নানা উপায়ে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া যায়। নতুন ঘোষিত নিয়ম অনুযায়ী আগের ভাড়ার চেয়ে ২৭ শতাংশ বেশি নেয়ার কথা থাকলেও প্রায় সব কাউন্টারে ৫০ শতাংশ বেশি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়।

যদিও এ ব্যাপারে উল্টো যুক্তি দিচ্ছে বাস সংশ্লিষ্টরা। তারা বলছেন, আগে থেকেই দূরপাল্লার বাসগুলোতে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম নেওয়া হতো। এখন নির্ধারিত ভাড়া আদায় করায় টাকার পরিমাণ বেড়ে গেছে। তবে কিছু কিছু কাউন্টারে ইতোমধ্যে ভাড়ার চার্ট টাঙানো হয়েছে।

প্রসঙ্গত, সোমবার (৮ নভেম্বর) সকাল থেকেই নতুন নির্ধারিত ভাড়া আদায় করছে পরিবহনগুলো।

Exit mobile version