Site icon Jamuna Television

বাংলালিংকের বিরুদ্ধে জেমসের মামলা

ফাইল ফটো

কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে বাংলালিংকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দেশের শীর্ষ সংগীত তারকা জেমস। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে তিনি মামলা দায়ের করেন।

এদিন সকাল সাড়ে ১১টার দিকে জেমস আদালতে আসেন। জানা যায়, জেমসের অনুমতি ছাড়াই তার গান বাংলালিংক ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসাতেই এই মামলা। আদালত জেমসের জবানবন্দি রেকর্ড করার পরে আসামিদের আগামী ৩০ নভেম্বর হাজির হওয়ার আদেশ দেন।

এর আগে ১৯ সেপ্টেম্বর মামলা দায়ের করতে আইনজীবীকে সঙ্গে নিয়ে আদালতে এসেছিলেন জেমস। সে সময় আদালত মামলা খারিজ করে দিয়ে সংশ্লিষ্ট থানা যাওয়ার পরামর্শ দিয়েছিলেন।

Exit mobile version