Site icon Jamuna Television

তেলের মূল্য বৃদ্ধির প্রয়োজন নেই, ভর্তুকি দেন: ডা. জাফরুল্লাহ

ডা. জাফরুল্লাহ চৌধুরী। ফাইল ছবি

তেলের মূল্য বৃদ্ধির প্রয়োজন নেই, ভর্তুকি দিয়ে তেলের মূল্য স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বুধবার (১০ নভেম্বর) সকালে গণস্বাস্থ্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, সোজা কথা বলতে চাই, তেলের মূল্য বৃদ্ধির কোনো প্রয়োজন নেই। আমাদের ৪৮ বিলিয়ন ডলার জমা আছে। সেখান থেকে ভর্তুকি দেন। পাবলিক ট্রান্সপোর্টের ভ্যাট ট্যাক্স কমাতে হবে। পাবলিক ট্রান্সপোর্ট বাদে অন্যদের ভ্যাট বাড়ান।

তিনি আরও বলেন, ১ বছর কোনো জ্বালানির মূল্য বাড়াবেন না। যে টাকা জমানো আছে তা দিয়ে ভর্তুকি দেন। এটা সরকারের প্রতি আহ্বান ও পরামর্শ। পাবলিক ট্রান্সপোর্টে ভ্যাট প্রত্যাহার করুন।

সম্মেলনে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, দেশে যে নৈরাজ্য চলছে তা বন্ধ করতে হবে। এজন্য স্বেচ্ছাচারী সরকারের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহবান জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version