Site icon Jamuna Television

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে বালুভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চার আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।

বুধবার (১০ নভেম্বর) সকাল পৌনে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ত্রিশাল উপজেলা সদর থেকে সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে বালিপাড়া যাবার পথে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক সাত্তার ও যাত্রী কলিমউদ্দিন মারা যায়।

স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে। আহতদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে মারা যায় আরও ২ জন। নিহতদের সবার বাড়ি ত্রিশালে।

ইউএইচ/

Exit mobile version