Site icon Jamuna Television

বাজার নিয়ে বা‌ড়ি ফেরার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

প্রতি‌নি‌ধি, ভোলা:

ভোলায় বাজার নি‌য়ে বা‌ড়ি ফেরার সময় এক‌টি যাত্রীবা‌হী বা‌সের চাপায় মোঃ আব্দুল হা‌সেম (৭০) না‌মে এক বৃদ্ধ নিহত হ‌য়ে‌ছেন। নিহত ব্যক্তি ভোলা সদর উপ‌জেলার আলীনগর ইউ‌নিয়‌নের ৭ নম্বর ওয়া‌র্ডের বাসিন্দা।

আজ বুধবার (১০ ন‌ভেম্বর) বিকেল পৌ‌নে ৩টার দি‌কে ‌ভোলা সদ‌রের ভোলা-চরফ্যাশন সড়‌কের তালত‌লি বাজার এলাকায় এ ঘটনা ঘ‌টে। ভোলা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ এনা‌য়েত হো‌সেন ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রেছেন।

স্থানীয়রা জানান, নিহত আব্দুল হা‌সেম ভোলা সদর থে‌কে তার বা‌ড়ির জন্য বাজার নি‌য়ে বা‌ড়ি ফির‌ছি‌লেন। প‌রে তালত‌লি বাজার এলাকার ভোলা-চরফ্যাশন সড়ক পার হওয়ার সময় চরফ্যাশন থে‌কে ভোলাগামী এক‌টি যাত্রীবা‌হী বাস তা‌কে চাপা দেয়। এরপর বাসের চাকা বৃদ্ধের মাথার উপর দিয়ে গেলে ঘটনাস্থ‌লেই তি‌নি নিহত হন।

এ সময় উত্তেজিত জনতা কয়েক ঘণ্টা ভোলা-চরফ্যাশন মহাসড়ক অবরোধ করে রাখেন। তারা বাসমালিক সমিতির কয়েকজন শ্রমিকের উপর হামলাও চালায়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Exit mobile version