Site icon Jamuna Television

টিকা নিয়েই কোটিপতি হলেন এই নারী!

টিকায় কাজ হবে তো? পার্শ্বপ্রতিক্রিয়ায় আক্রান্ত হবো না তো? পরে নেবো, এত তাড়া কীসের?

বিশ্বজুড়ে টিকা দিতে অনীহার পেছনের কারণগুলো এমনই। জনমানুষের মধ্যে সেই দ্বিধা দূর করতে বিভিন্ন জায়গাতেই সচেতনামূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। সেই ধারারই সবশেষ সংযোজন হলো অস্ট্রেলিয়া সরকারের এই উদ্যোগ।

দুবাইভিত্তিক খালিজটাইমসের প্রতিবেদন অনুসারে, ‘দ্য মিলিয়ন ডলার ভ্যাক্স অ্যালায়েন্স’ নামে একটি ক্যাম্পেইন আয়োজন করা হয়েছিল অস্ট্রেলিয়ায়। টিকা নেয়ার পর লতারির আয়োজন ছিল এতে। প্রায় ৩০ লাখ মানুষ অংশ নিয়েছিলেন তাতে। অংশ নিয়েছিলেন জোন ঝু নামে এক চীনা বংশোদ্ভুত অস্ট্রেলিয়ানও।

লটারিতে এন্ট্রি করে বাড়ি ফেরার পর হঠাৎ-ই নিজের নম্বরে ফোন এলো। জোন ঝুকে চমকে দিয়ে সেই ফোনকল থেকেই জানানো হলো লটারি জেতার কথা। টিকা গ্রহণ করে লটারির টিকেট কিনেই তিনি জিতে নিলেন ১০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে আট কোটি টাকার সমান!

জোন জানিয়েছেন, এই টাকা দিয়ে তিনি পরিবারের জন্য উপহার কিনবেন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করবেন। তিনি আরও জানিয়েছেন, সীমান্ত খুলে দিলে চীনের নববর্ষে সেখানে যাবেন।

Exit mobile version