Site icon Jamuna Television

কলেজ ইউনিফর্মে টিকটক ছাত্রীদের, স্মার্টফোনই নিষিদ্ধ করলো কর্তৃপক্ষ

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের সরকারি ফজিলাতুন নেসা মুজিব মহিলা কলেজের ছাত্রীদের টিকটক ও লাইকি ভিডিও তৈরির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কলেজ কর্তৃপক্ষ। এ নিয়ে, মঙ্গলবার (০৯ নভেম্বর) কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুজ্জামান স্বাক্ষরিত একটি নোটিশ টাঙানো হয় প্রতিষ্ঠানে।

নোটিশে বলা হয়, মহাবিদ্যালয়ে (কলেজ) একাদশ ও দ্বাদশ শ্রেণির কিছু ছাত্রী সম্প্রতি কলেজ পোশাক (ইউনিফর্ম) পরিধান করে স্মার্টফোনের মাধ্যমে টিকটক ও লাইকি ভিডিও তৈরি করছে। যা প্রতিষ্ঠানের সুনামের ওপর প্রভাব ফেলছে। এ কারণে কলেজে স্মার্টফোন নিয়ে আসার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা প্রদান করা হলো। তবে জরুরি প্রয়োজনে বাটনফোন ব্যবহার করা যেতে পারে।

নোটিশে আরও বলা হয়, কোনো ছাত্রীকে টিকটক বা লাইকিতে ভিডিও বানাতে দেখা গেলে বা কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীর কাছে স্মার্টফোন পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ নিয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুজ্জামান বলেন, করোনার পর কলেজ খুলে দেয়ায় কিছু ছাত্রী স্মার্টফোন সাথে এনে টিকটক ও লাইকি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। সম্প্রতি একটি ভিডিও ভাইরালও হয়। এটা কলেজের সুনাম ক্ষুণ্ন করছে। তাই ছাত্রীদের সচেতন করতে আমরা এই পদক্ষেপ নিয়েছি। কেউ অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Exit mobile version