Site icon Jamuna Television

চলে গেলেন দেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান

ছবি: সংগৃহীত

না ফেরার দেশে চলে গেলেন দেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান তারিকুজ্জামান মুনির।

আজ বুধবার (১০ নভেম্বর) দুপুরে স্ত্রী এবং একমাত্র ছেলেকে নিয়ে সিলেটে বেড়াতে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি পৌঁছাতেই বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন তিনি। খেলোয়াড়ি জীবনে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে দেশের প্রথম ট্রিপল সেঞ্চুরি করেন তারিকুজ্জামান মুনির। জাতীয় দলের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ১৯৮৪-৮৫ সালে তিনদিনের ম্যাচ খেলেছিলেন এই ক্রিকেটার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

Exit mobile version