Site icon Jamuna Television

বারিধারার কালাচাঁদপুরে বউ-শাশুড়ি খুন

রাজধানীর গুলশান-কালাচাদপুরে একটি ফ্লাটে গারো দুই নারী খুন হয়েছেন। নিহত বেশেত চিরান ও সুজাত সম্পর্কে মা ও মেয়ে।

গতকাল রাতে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। পুলিশ জনায়, ঐ ফ্লাটটিতে ভাড়া থাকতেন অন্তত ২০ জন গারো সদস্য। পারিবারিক বিরোধের জের ধরেই তাদের খুন করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। নিহতদের মধ্যে সুজাতকে গলায় চাকু মেরে এবং বেশেত কে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। জব্দ করা হয়েছে বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ। নিকট স্বজনদের মধ্যেই কেউ এই হত্যাকান্ডের সাথে জড়িত বলে সন্দেহ পুলিশের। মরদেহ দুটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়ছে।

Exit mobile version