Site icon Jamuna Television

টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে বাবর, আটে কোহলি

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর শেষের পথে। সুপার টুয়েলভ শেষে বাকি শুধু সেমিফাইনাল ও ফাইনাল। সুপার টুয়েলভের পারফরমেন্সে অনেকেরই র‍্যাঙ্কিংয়ে হয়েছে উন্নতি-অবনতি।

সাম্প্রতিক র‍্যাঙ্কিংয়ে যেখানে সবচেয়ে বড় লাফ দিয়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটাররা। প্রোটিয়া দুই ব্যাটসম্যান এইডেন মার্করাম এগিয়েছেন তিন ধাপ আর রাসি ভ্যান ডার ডাসেন এগিয়েছেন ছয় ধাপ। তবে চারধাপ পিছিয়েছেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি।

রেটিং কমলেও শীর্ষে আছেন যথারীতি বাবর আজম। ৮৩৯ রেটিং পয়েন্ট তার। ৮০০ রেটিং নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান ডেভিড মালান। তিনধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার এইডেন মার্করাম। একধাপ পিছিয়ে চারে অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। সেমিফাইনালে উঠতে না পারলেও দারুণ ব্যাট করেছেন ভারতীয় ওপেনার লোকেশ রাহুল। তিনধাপ এগিয়ে আছেন পাঁচ নম্বরে।

তবে একধাপ পিছিয়েছেন চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিতভাবে সেমিফাইনালে জায়গা করে নেওয়া পাকিস্তান দলের উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান। ৭১৮ রেটিং নিয়ে আছেন তালিকার ছয় নম্বরে। ৭০০ রেটিং নিয়ে সাতে কিউই ব্যাটসম্যান ডেভন কনওয়ে। ৬৯৮ রেটিং নিয়ে আটে কোহলি। ইংলিশ উইকেটকিপার জস বাটলার আছেন নয় নম্বরে। আর সবচেয়ে বড় লাফ দেয়া ভ্যান ডার ডাসেন আছেন দশ নম্বরে।

Exit mobile version