Site icon Jamuna Television

৫০ বছর বয়সে চাকরি ছেড়ে তিনি এখন বিলিয়নিয়ার

ছবি: সংগৃহীত।

উদ্যোক্তা হওয়ার জন্য বয়স না বরং ইচ্ছাশক্তিই আসল, সেটি প্রমাণ করে দিলেন ভারতের ফাল্গুনী নায়ার। ৫০ বছর বয়সে চাকরি ছেড়ে ব্যবসা করে তিনি এখন ভারতীয় শীর্ষ ধনী নারীদের একজন।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে জানা যায়, নায়কা’র সিইও- প্রতিষ্ঠাতা ফাল্গুনী নায়ার এই মুহূর্তে ভারতের ধনীতম মহিলাদের মধ্যে অন্যতম। ব্যবসা শুরুর আগে তিনি এক নামজাদা ভারতীয় ইনভেস্টমেন্ট ব্যাঙ্কের শীর্ষ পদে ছিলেন। প্রচুর টাকা বেতন। চাইলেই আরও এক দশক চাকরি করে কাটাতে পারতেন। কিন্তু ৪৯ বছর বয়সেই অকল্পনীয় ঝুঁকি নেন ফাল্গুনী।

নিরাপদ চাকরি ছেড়ে শুরু করেন ই-কমার্স ব্যবসা। সেই সময়ে অন্যান্য ই-কমার্স থাকলেও শুধুমাত্র প্রসাধনী সামগ্রীর কোনও অপশন ছিল না ভারতে। ফাল্গুনী দেখেন, মেয়েদের মেকআপ, সাজের জিনিস কিনতে সেই পাড়ার দোকানেই যেতে হয়। সেখানে অপশন সীমিত। বড় ব্র্যান্ড বা ট্রায়ালের সুযোগও নেই। বাজারে এই ফাঁকটাই ভরাট করার লক্ষ্য নিয়ে এগোতে শুরু করেন তিনি।

এই মুহূর্তে তার নেট ওয়ার্থ প্রায় ৬.৫ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ৫০ হাজার কোটি টাকারও বেশি। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, তিনি ভারতের সবচেয়ে ধনী মহিলা বিলিয়নিয়ার হয়ে উঠেছেন। পুরোটাই নিজের স্থাপন করা ব্যবসায়।

Exit mobile version