Site icon Jamuna Television

প্রধান ভরসাকে হারালো ইংল্যান্ড

বাটলারকে ফিরিয়ে কিউইদের প্রত্যাশিত উইকেট এনে দিয়েছেন সোধি। ছবি: সংগৃহীত

কিউই লেগস্পিনার ইশ সোধির বলে রিভার্স সুইপ করতে গিয়ে লাইন ও ফ্লাইট দুটোই মিস করে এলবিডব্লিউ হয়েছেন জস বাটলার। আর সেমিফাইনালের মতো বড় মঞ্চে ইংল্যান্ড হারালো এই আসরে তাদের প্রধান ব্যাটিং ভরসাকে।

ইশ সোধির লেগব্রেকটি ছিল গুড লেংথের। মিডল অফ স্ট্যাম্পে পিচ করে আর টার্ন করেনি এই ডেলিভারি। তাই রিভিউ নিয়ে নিজের উইকেটটি বাঁচাতে পারেননি চলতি বিশ্বকাপে ২৬১ রান নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক জস বাটলার। ২৪ বলে ৪টি বাউন্ডারির সাহায্যে ২৯ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটার।

এর আগে, টস হেরে ব্যাট করতে নামে ইংল্যান্ড। সাউদি-বোল্টকে মোকাবিলা করে ৫ ওভারেই দুই ওপেনার তুলে ফেলে ৩৭ রান। টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের পর প্রথম পরিবর্তিত বোলার হিসেবে আক্রমণে এসেই অধিনায়ককে ব্রেক থ্রু এনে দিয়েছেন অ্যাডাম মিলনে। তবে অধিনায়ক কেন উইলিয়ামসনই দুর্দান্ত ক্যাচে মিলনেকে উইকেট এনে দিয়েছেন বলাটাও অত্যুক্তি হবে না। সাজঘরে ফিরে গেছেন ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো। মিলনের ওয়াইড আউট সাইড অফ স্ট্যাম্প লাইনের হাফ ভলিকে সজোরে মারেন মিড অফে। সেখানে বাঁ দিকে ঝাপিয়ে পড়ে ক্যাপ্টেন কেন উইলিয়ামসন দৃষ্টান্ত স্থাপন করলেন দলের জন্য।

এখন ব্যাট করছেন মইন আলি ও ডেভিড মালান। প্রতিবেদনটি লেখার সময় ইংল্যান্দের সংগ্রহ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৭ রান।

Exit mobile version