Site icon Jamuna Television

পাকিস্তান সফর ঘিরে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

ছবি: সংগৃহীত

প্রায় ২৪ বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। ২০২২ সালের মার্চ-এপ্রিলে তিনটি করে টেস্ট, ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। ১৯৯৮ সালে মার্ক টেলরের নেতৃত্বে পাকিস্তান সফর করে টিম অস্ট্রেলিয়া। সেবার টেস্ট সিরিজ জয় করে দেশে ফিরেছিল অজিরা। দুই যুগ আগের সিরিজ জয়ের সুখ-স্মৃতি ফেরানোর উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে অস্ট্রেলিয়া।

তবে এরইমধ্যে পাকিস্তান সফর নিয়ে অস্ট্রেলিয়ান দলের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। অস্ট্রেলিয়া দলের টেস্ট অধিনায়ক টিম পেইন বলেছেন, সফরটি নিয়ে অনেকেই হয়তো স্বাচ্ছন্দ্যবোধ করবে না। তবে সিরিজে সেরা দলের বিষয়ে আত্মবিশ্বাসী অজি ক্যাপ্টেন।

তিনি বলেন, সত্যি বলতে অনেকেরই পাকিস্তানে যাওয়ার ব্যাপারে দ্বিমত থাকতে পারে। অনেকে হয়ত অভিজ্ঞদের পরামর্শের জন্য অপেক্ষা করবে। হয়ত নতুন কোনো সমস্যা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তারপরও আশা করি ভাল একটা দল নিয়েই সেখানে যেতে পারবো আমরা।

অন্যদিকে, এই সিরিজ খেলার জন্য অধীর আগ্রহে আছেন পাকিস্তানি বংশোদ্ভুত অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজা। আশায় আছেন নিজ জন্মভূমিতে টেস্ট খেলার সুযোগ পাবেন দলের বাইরে থাকা এই ক্রিকেটার।

এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলছে পাকিস্তান। তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলে অনন্য এক পাকিস্তানকে দেখছে ক্রিকেট বিশ্ব। তারই ধারাবাহিকতায় দেশের মাটিতেও সাফল্য ধরে রাখতে চাইবে দলটি।

Exit mobile version