Site icon Jamuna Television

দু’শ বছরের পুরনো ব্রেসলেট বিক্রি হলো ৭২ কোটি টাকায়!

ছবি: সংগৃহীত।

একটি ব্রেসলেটের দাম সাড়ে ৮৩ লাখ ডলার (প্রায় ৭২ কোটি টাকা)। অবাক হওয়ার মতোই ব্যাপার বটে। তবে এই দামেই মঙ্গলবার (৯ নভেম্বর) নিলামে বিক্রি হয়েছে ফরাসি বিপ্লবে নিহত ফ্রান্সের সম্রাট ষোড়শ লুই’র স্ত্রী মারি অঁতোয়ানেতের ডায়মন্ডের ব্রেসলেট।

এনবিসি নিউজের প্রতিবেদনে জানা যায়, জেনেভার নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিস জেনেভাতে ৮৩ লাখ ৪০ হাজার ডলারে বিক্রি হয়েছে মূল্যবান ব্রেসলেটটি। ব্রেসলেটটিতে ১১২টি ডায়মন্ড রয়েছে এবং প্রতিটির ওজন ৯৭ গ্রাম। সেই সাথে রয়েছে স্বর্ণ ও রুপা। ফ্রান্সের রাজকীয় দুর্লভ গহনাগুলোর মধ্যে ব্রেসলেটটি অন্যতম। তবে মহামূল্যবান এই ব্রেসলেটটি যে কিনেছেন এখনও সেই ক্রেতার পরিচয় জানানো হয়নি।  

প্রসঙ্গত, ১৭৯৩ সালে ফরাসি বিপ্লবের সময় মারি অঁতোয়ানেতের মৃত্যুর পর ব্রেসলেটটি উত্তরাধিকার সূত্রে তার মেয়ে পেয়েছিলেন। এরপর বংশ পরম্পরায় ২০০ বছরেরও বেশি সময় রাজকীয় ওই বংশেই ছিল ব্রেসলেটটি।

Exit mobile version