Site icon Jamuna Television

সমাধির নিচে কোটি টাকার রত্ন!

মধ্য চীনের হেনান প্রদেশে একটি নির্মীয়মাণ বাড়ির মাটির নিচ থেকে কয়েক কোটি টাকার স্বর্ণ ও রত্ন উদ্ধার করা হয়েছে। কয়েক হাজার বছর আগের ২১টি সমাধির নিচ থেকে এ সম্পত্তি উদ্ধার করা হয়েছে। খবর জিনিউজের।

সমাধিগুলোর ভেতর থেকে বেশ কয়েক বাক্স স্বর্ণসহ বহু মূল্যবানসামগ্রী উদ্ধার হয়েছে বলে জানিয়েছে সে দেশের প্রত্নতাত্ত্বিক বিভাগ। সব মিলিয়ে উদ্ধার হওয়া ধনসম্পদগুলোর বর্তমান বাজারে মূল্য কয়েক কোটি টাকা৷

চীনের প্রত্নতাত্ত্বিক বিভাগের তরফে জানানো হয়েছে, গবেষকরা এই সমাধিগুলো পরীক্ষা করে জানিয়েছেন, স্বর্ণসহ বহুমূল্য রত্নগুলো আনুমানিক ৪৭৫ থেকে ২২১ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে তৈরি হয়েছে৷ উদ্ধার হওয়া এই ধনসম্পদের মধ্যে বয়েছে স্বর্ণ, ব্রোঞ্জসহ আরও মূল্যবান ধাতুর সামগ্রী৷ এই সম্পদগুলোকে সম্পর্কে আরও বিস্তারিত জানতে মূল্যবান ধাতুগুলোকে গবেষণার জন্য পাঠানো হয়েছে৷

Exit mobile version