Site icon Jamuna Television

এবার গেইলদের কোচ সারাহ টেইলর

ছবি: সংগৃহীত

আবুধাবি টি-টেন লিগের দল টিম আবুধাবির সহকারী কোচ হিসাবে চুক্তিবদ্ধ হয়েছেন ইংল্যান্ড নারী দলের সাবেক খেলোয়াড় সারাহ টেইলর। সারাহই প্রথম নারী যিনি আন্তর্জাতিক অঙ্গনে পুরুষ ক্রিকেট দলের কোচ হলেন।

বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত টেইলর। তিনি বলেন, অবশ্যই এটা অন্যরকম যে একটি পুরুষ ফ্রাঞ্চাইজিতে নারী কোচ থাকবে। কিন্তু আমি জানি অনেক ভালো নারী কোচই আছেন যারা পুরুষ দলের কোচ হওয়ার যোগ্যতা রাখে। সেই সুযোগ পেলে নিঃসন্দেহে তারা ভালো করবে। আমি আমার দলের সাথে ভালো কিছু করতে পারবো বলেই আশা রাখি।

এর আগে সারাহ ইংল্যান্ড কাউন্টি ক্রিকেটের দল সাসেক্সের কোচিং স্টাফে ছিলেন। উইকেটকিপিংয়ে তার কাজ প্রশংসা পেয়েছে ক্রিকেট বিশ্লেষকদেরও। এবার টিম আবুধাবির দায়িত্ব পেয়ে আরো ভালোভাবে কাজ করার আশা সারাহর। টিম আবুধাবির অন্যতম খেলোয়াড় ক্রিস গেইলের সাথে কাজ করার ব্যাপারেও বেশ আগ্রহী তিনি।

তিনি বলেন, আমি এতদিন গেইলকে শুধু নেটে হেলমেট পরা অবস্থায় দেখেছি। তার পিছনে উইকেটকিপিং নিয়ে কাজ করা আর সরাসরি বসে তার খেলা দেখতে পারা সত্যি আনন্দের।

গতবছর টি-টেন লিগে টিম আবুধাবি বেশ আলোচনায় ছিল ক্রিস গেইলের জন্য। এবার একজন নারী সহকারী কোচ নিয়োগ করে আবারও আলোচনায় টিম আবুধাবি।

Exit mobile version