ভোটের ১৫ ঘণ্টা আগে প্রার্থীর মৃত্যু

|


গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধা সদরে দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার (১১ নভেম্বর) ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের ১৫ ঘণ্টা আগে হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেলেন সদস্য পদের (মেম্বার) প্রার্থী মো. ইমদাদুল হক ইদু।

বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইমদাদুল হক ইদু (৫৫) সদর উপজেলার ৯নং খোলাহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) পদের প্রার্থী ছিলেন। তিনি টিউবওয়েল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তিনি ছাড়াও ৫ নম্বর ওয়ার্ডে ছয় জন প্রার্থী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিষয়টি নিশ্চিত করে তার বড় ছেলে মো. নাহিদ হাসান জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত তার বাবা এলাকার ভোটারদের সাথে আলোচনা করেন। বিকেলে হঠাৎ তিনি অসুস্থবোধ করেন। পরে দ্রুত তাকে সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬ টার দিকে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তার বাবা হৃদরোগে আক্রান্ত ছিলেন বলেও জানান তিনি।

এ বিষয়ে গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মোত্তালিব বলেন, ভোটের আগে হঠাৎ প্রার্থীর মৃত্যুতে আমরা শোকাহত। আমরা শুনেছি তিনি কিছুটা অসুস্থ ছিলেন। তবে বৃহস্পতিবার (১১ নভেম্বর) ওই ওয়ার্ডে যথারীতি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply