Site icon Jamuna Television

এখন বাংলাদেশ দলের কোচ হতে চান না সালাহউদ্দিন

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ বাংলাদেশ দল। সুপার টুয়েলভে জিততে পারেনি একটি দলও। বাছাইপর্বেও হেরেছে স্কটল্যান্ডের মতো দলের বিপক্ষে। দলের এমন পরিস্থিতিতে জাতীয় দলের সহকারী কোচ হওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল মোহাম্মদ সালাউদ্দিনকে। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই দেশসেরা কোচ।

বর্তমানে সালাউদ্দিন ব্যস্ত মাস্কো সাকিব ক্রিকেট একাডেমির কোচিং নিয়ে। পাশাপাশি বেশ কয়েকটি ক্লাবে কোচিং করান সালাউদ্দিন। তাই চাকরির প্রতিশ্রুতি রক্ষা করতে আপাতত জাতীয় দলের সাথে কাজ করতে পারছেন না দেশের সবচেয়ে দামি এই কোচ।

সালাহউদ্দিন বলেন, বিসিবির এই প্রস্তাবে আমি অত্যন্ত খুশী হয়েছি। কিন্তু আমি এই মুহূর্তে এই দায়িত্ব নিতে পারবো না। ভবিষ্যতে যদি কখনো সময়-সুযোগ হয় তাহলে কোচিং করাবো। তবে প্রস্তাব পেলে এখনই হাইপারফরম্যান্স দলের দায়িত্ব নিতে রাজি আছি।

মাস্কো সাকিব ক্রিকেট একাডেমি নিয়ে সালাহউদ্দিন বলেন, এই একাডেমিতে প্রায় ৩০০ ছাত্র কোচিং করছে। তারা হয়ত আমার কারণেই এখানে কোচিং করতে এসেছে। এখন তাদের ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া আমার জন্য কঠিন কাজই হবে।

বর্তমানে জাতীয় দলের কোচ হতে না পারলেও যদি কোনো খেলোয়াড়ের প্রয়োজন হয় তাহলে ব্যক্তি উদ্যোগে তাকে সাহয্য করতে প্রস্তুত সালাহউদ্দিন।

Exit mobile version