পার্ট টাইমার লিভিংস্টোনের তোপে বিপাকে কিউইরা

|

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের দেয়া ১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই মার্টিন গাপটিল এবং কেন উইলিয়ামসনের উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল নিউজিল্যান্ড। তা থেকে দলকে উদ্ধার করার প্রত্যয় দেখা গিয়েছিল যে ডেভন কনওয়ের ব্যাটে, তিনিও আউট হয়ে গেছেন লিভিংস্টোনের বলে। তারপর গেল ফিলিপসকেও ফিরিয়ে কিউইদের বিপদ আরও বাড়িয়েছেন লিয়াম লিভিংস্টোন।

দলীয় ১৩ রানের মাথায়ই ব্যাটিং অর্ডারের প্রধান দুই স্তম্ভকে হারানোর পর ওপেনার ড্যারিল মিচেলের সাথে ৮২ রানের জুটিতে দলকে আশার আলো দেখিয়েছিলেন ডেভন কনওয়ে। এই ৮২ রানও আসে ৬৬ বলে। ফলে কোনোদিকেই তখনও খুব বেশি হেলে পড়েনি ম্যাচ। তবে দ্রুত রান তোলার তাগিদেই লিয়াম লিভিংস্টোনের বলে স্ট্যাম্পিং হয়ে সাজঘরে ফেরেন কনওয়ে। ড্যারিল মিচেল এখনও হাত খুলে রান তুলতে পারছেন না বলে কিউইদের ভরসার প্রধান জায়গাতেই ছিলেন বাঁহাতি কনওয়ে। তার বিদায়ে আবারও ম্যাচ জয় থেকে আরও একটু দূরে সরে গেল নিউজিল্যান্ড।

তারপর আরেক হার্ড হিটার গ্লেন ফিলিপসও পা দিয়েছেন লিভিংস্টোনের লোভনীয় ফ্লাইটে। লং অফে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেছেন তিনিও। প্রতিবেদনটি লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১০ রান। জয়ের জন্য এখনও তাদের দরকার ২৪ বলে ৫৭ রান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply