সহকর্মীদের সাথে গিয়েছিলেন ঢাকায়। কিন্তু ঢাকা থেকে আর বাড়ি ফেরা হলো না তার। যাত্রা পথে ট্রেনের সিটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আল্লামা ইব্রাহিম নঈমী। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা এফ কে জামিউল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ।
প্রয়াত আল্লামা ইব্রাহিম নঈমী’র সহকর্মীরা জানান, আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া দাখিল পরীক্ষার্থীদের প্রবেশপত্র আনতে মাদ্রাসার আরও কয়েকজন শিক্ষককে নিয়ে তিনি গত মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে ঢাকা গিয়েছিলেন।
বুধবার বিকেলে ঢাকা থেকে ট্রেন যোগে চট্টগ্রাম ফেরার পথে ঘটে মর্মান্তিক এ ঘটনা। ট্রেনের সিটে বসে আছরের পড়েছিলেন তিনি। এরপর কিছুক্ষণ হাঁটাহাঁটি শেষে ট্রেনের সিটে বসে কিছুক্ষণ জিকিরও করেন। এর কিছুক্ষণ পর সিটে বসা অবস্থায় আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়েন এ শিক্ষক। রাতে মরদেহ নিয়ে যাওয়া হয় রাউজানে নিজ গ্রামে।
Leave a reply