Site icon Jamuna Television

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা, প্রাণহানি অন্তত ২৫

প্রবল বর্ষণে ডুবে গেছে দেশটির ১৯টি জেলার অধিকাংশ রাস্তাঘাট।

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে, নিখোঁজ একজন। গতকাল বুধবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে এ তথ্য।

দেশটির কর্তৃপক্ষ জানায়, বেশিরভাগেরই মৃত্যু হয়েছে বজ্রপাত ও পানিতে ডুবে। টানা বৃষ্টিতে নতুন করে প্লাবিত বহু এলাকা। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বৃষ্টিতে ২৫ জেলার ১৭টিতেই তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। পানির নিচে প্রধান প্রধান সড়কগুলো। ডুবে আছে বেশিরভাগ বাড়িঘর। উপড়ে পড়েছে বহু গাছপালা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। চরমভাবে বিপর্যস্ত জনজীবন। ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে বাস্তুচ্যুত কয়েক হাজার মানুষ। তাদের জন্য ২৩টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে সারাদেশে।

শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামি দু’দিনের মধ্যে কমে আসবে বৃষ্টির দাপট।

Exit mobile version