Site icon Jamuna Television

নরসিংদীর আলোর ফেরিওয়ালা

নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা ড. মোজাম্মেল হোসেন। পেশায় একজন শিক্ষক। প্রতিদিন পায়ে হেঁটে ছুটে যান পাঠকের কাছে, উদ্দেশ্য জ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার। এ পর্যন্ত তিনি পাঠকের হাতে তুলে দিয়েছেন ৩০ হাজারেরও বেশি বই।

বই পড়ার অভ্যাস গড়ে তুলতে, ২০০০ সালে নিজ উদ্যোগে গড়ে তোলেন ‘নরসিংদী পাবলিক লাইব্রেরি’। বিজ্ঞান, ইতিহাস থেকে শুরু করে সাহিত্য-সংস্কৃতি। প্রায় ৬ হাজার বইয়ের সংগ্রহ তার পাঠাগারে। জায়গা পেয়েছে দুর্লভ পাণ্ডুলিপিসহ নিজের লেখা ৮টি বইও।

পাঠাগারকে ‘জনসাধারণের বিশ্ববিদ্যালয়’ বলে মানেন তিনি। তার বিশ্বাস, এই বিশ্ববিদ্যালয় উন্মুক্ত সকলের জ্ঞান অর্জনের জন্য। পাঠাগার তৈরির নেপথ্যের কারণটি বলতে গিয়ে তিনি বলে, আত্মবিশ্বাস কিন্তু বই পড়েই আমার মধ্যে সৃষ্টি হয়েছে। তখন আমি মনে করলাম যে, বই থেকে আমি যতটা উপকৃত হলাম, মানুষও যেন তেমনভাবেই উপকারটা পায়।

এদিকে জ্ঞানের পরিধি বৃদ্ধিতে প্রতিদিনই পাঠাগারে ছুটে যান নানা বয়সী মানুষ। পাঠ্যপুস্তকের বাইরে বিনামূল্যের বই পেয়ে খুশি শিক্ষার্থীরাও। জ্ঞান অর্জনের পাশাপাশি বইগুলো তাদের প্রতিনিয়ত উৎসাহ যুগিয়ে চলছে বলে জানায় তারা।

শুধু শহরেই নয়, শিবপুরে নিজ গ্রামে মোজাম্মেল হোসেন বাবার নামেও গড়ে তুলেছেন ‘শিক্ষানুরাগী সামসুদ্দীন পাবলিক লাইব্রেরী’। সেখানে রয়েছে আড়াই হাজার বইয়ের সংগ্রহ।

Exit mobile version