দ্বিতীয় ধাপে চলছে ইউপিতে ভোটগ্রহণ, নরসিংদীতে নিহত ২

|

ছবি: সংগৃহীত

বিচ্ছিন্ন সংঘর্ষ আর সংঘাতের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপে প্রায় সাড়ে আটশ’ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নরসিংদীতে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ জন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল থেকেই কেন্দ্রে উপস্থিত হতে থাকেন ভোটাররা। বেশিরভাগ কেন্দ্রেই দেখা গেছে ভোটারদের লম্বা সারি। নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মত। বেলা বাড়ার সাথে সাথে পুরুষ ভোটার সংখ্যা বাড়তে থাকে। কেন্দ্রের বাইরে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্থানীয় সরকারের এ নির্বাচন সংঘাতপূর্ণ হয়ে ওঠায় বাড়তি সতর্কতা আছে নির্বাচন কমিশনের।

এদিকে নরসিংদীর রায়পুরা উপজেলা বাঁশগাড়ি ইউনিয়নে আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোট শুরুর ঘণ্টা দুয়েক আগে সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগ প্রার্থী আশরাফুল হক ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের সমর্থকরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সালাউদ্দিন। তাকে নিজের কর্মী বলে দাবি করেছেন স্বতন্ত্র প্রার্থী।

ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে কেন্দ্রে ঢুকতে বাধা দেয়ার অভিযোগ ওঠে। এ সময় হামলায় আহত হন প্রার্থী হুমায়ুন কবির। এরপর দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

শরীয়তপুরে তুলাসার ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী। এ সময় দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে ম্যাজিস্ট্রেটসহ আহত হন অন্তত ১১ জন। পরে ভোটকেন্দ্রের আশপাশের বাড়িঘরে হামলা চালানো হয়। ভাঙচুরের পর লুটপাটের অভিযোগ করেছেন স্থানীয়রা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply