Site icon Jamuna Television

কাল কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ে কাল কলম্বিয়াকে আতিথ্য দেবে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পাওয়ার ফুটবল খেলা দেশটির বিপক্ষে ব্রাজিল দলে আসতে পারে বড় পরিবর্তন। নিও কিমিকা অ্যারেনায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টা।

এ ম্যাচে ফিরতে পারেন লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকার। বুধবার বিকেলে করিন্থিয়ান্সের মাঠে অনুশীলনেও চার খেলোয়াড়কে ঘাম ঝরাতে দেখা গেছে। ডিফেন্ডার মারকিনিয়োসও ফিরবেন শুরুর একাদশে। দাঁতের ইনফেকশনের জন্য দল থেকে ছিটকে পড়া ক্যাসেমিরোওকে দেখা যাবে শুক্রবারের ম্যাচে। দানিলোও আছেন তিতের ভাবনায়। সবমিলিয়ে শুরুর একাদশে ৪ পরিবর্তন দেখা যেতে পারে ব্রাজিল দলে।

এখন পর্যন্ত ১১ ম্যাচ থেকে ৩১ পয়েন্ট তুলে নিয়ে বিশ্বকাপ মিশনে সুরক্ষিত স্থানে আছে ব্রাজিল। তাই দলকে পরখ করতে বড় পরিবর্তন নিয়ে মাঠে নামতেই পারেন কোচ তিতে।

ইউএইচ/

Exit mobile version