Site icon Jamuna Television

দেয়াল ধসে শিশুর মৃত্যু; ১ কোটি ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

ছবি: সংগৃহীত

রাজধানীর আজিমপুর কলোনিতে দেয়াল ধসে শিশু জিসানের মর্মান্তিক মৃত্যুতে ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ দিয়েছে চিলড্রেন চ্যারিটি ফাউন্ডেশন।

এই সংগঠনের পক্ষে লিগ্যাল নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম। বৃহস্পতিবার ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

এতে দক্ষিণ সিটি করপোরেশন এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এক্ষেত্রে ক্ষতিপূরণের টাকা ডিএসসিসিকে অর্ধেক ও বাকি অর্ধেক গণপূর্ত মন্ত্রণালয়কে দেয়ার কথা নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে ওই শিশুর পরিবারকে ক্ষতিপূরণের টাকা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version