Site icon Jamuna Television

ফাইনালে যাওয়ার লড়াইয়ে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। উইকেট দেখে বেশ খুশি অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। টস জিতে তিনি বলেন, উইকেট বেশ ভালো। মনে হয় না এটা সময়ের সাথে সাথে খুব বেশি পরিবর্তিত হবে। আমাদের দল অপরিবর্তিতই থাকছে।

পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, বোর্ডে ভালো একটা সংগ্রহের চেষ্টা চালাবো আমরা। দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি গর্বিত। পুরো দলই মুখিয়ে আছে ভালো ক্রিকেট খেলার জন্য। তাছাড়া এই কন্ডিশন আমাদের বাড়ির আঙিনার মতো। এর সবকিছুই আমরা খুব ভালো জানি। পাকিস্তানও অপরিবর্তিত একাদশেই মাঠে নামছে যাচ্ছে।

দুবাইয়ের এই মাঠে একপাশ অন্যপাশের চেয়ে কিছুটা ছোট। দুটো স্কয়ার বাউন্ডারি যথাক্রমে ৬৭ ও ৭৩ মিটার। পাকিস্তান যে দুজন খেলোয়াড়কে নিয়ে চিন্তিত ছিল, সেই রিজওয়ান ও শাহন আফ্রিদি আছেন একাদশে। অন্যদিকে, ৩ পেসার ও ১ জন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে আগের মতোই আছে অজই একাদশ।

Exit mobile version