Site icon Jamuna Television

ভারতে অক্সিজেন সংকটে ৩ মাসে ১৩৫ শিশুর মৃত্যু!

আবারও প্রকাশ পেলো ভারতে অক্সিজেন সংকটে শিশু মৃত্যুর ঘটনা। এবার, মহারাষ্ট্রের নাসিক সরকারি হাসপাতালে তিন মাসে ১৩৫ শিশুর মৃত্যুর তথ্য দিলেন এক চিকিৎসক।

ডাক্তার জি এম হোল জানান, কেবল আগস্ট মাসেই অক্সিজেন সংকটে প্রাণ হারায় অন্তত ৫৫ নবজাতক। তার দাবি, শুধু নাসিক নয় গোটা মহারাষ্ট্রের কোনো সরকারি হাসপাতালের শিশু বিভাগেই অক্সিজেনের সুব্যবস্থা নেই। অবশ্য, হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করছে।

গেলো এক মাসে, ভারতের গোরাখপুর ও ফারুখাবাদে অক্সিজেন সংকটে শিশু মৃত্যুর ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করে। দুই শহরের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে প্রাণ হারিয়েছে দেড় শতাধিক নবজাতক। উল্লেখ্য, ভারতে জিডিপি’র মাত্র এক শতাংশ ব্যয় করা হয় চিকিৎসা খাতে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version