Site icon Jamuna Television

বিদেশিদের নাগরিকত্ব দিচ্ছে সৌদি আরব

বিশেষ দক্ষতা সম্পন্ন বিদেশিরা সৌদি আরবের নাগরিকত্ব পাবেন। ছবি: সংগৃহীত।

বিদেশিদের নাগরিকত্ব দেয়ার বিষয়টি অনুমোদন দিয়েছে সৌদি সরকার। তবে বিভিন্ন পেশায় বিশেষ দক্ষতা সম্পন্ন বিদেশিরাই সৌদি আরবের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেছে সৌদি আরব সরকার। সেখানে বলা হয়েছে আইন, চিকিৎসা, বিজ্ঞান, সংস্কৃতি, খেলাধুলা ও প্রযুক্তিগত ক্ষেত্রে উচ্চ যোগ্যতা সম্পন্ন পেশাদারদের সৌদি আরবের নাগরিকত্ব দেয়ার জন্য অনুমোদন দেয়া হয়েছে।

২০১৯ সালে সৌদি আরবের শুরা কাউন্সিল প্রবাসীদের জন্য স্থায়ী বা অস্থায়ী ভিত্তিতে রেসিডেন্ট পারমিট দেওয়ার বিধান রেখে একটি রেসিডেন্ট পারমিট আইনের খসড়া অনুমোদন দিয়েছিল। এর আওতায় পার্মানেন্ট বা টেম্পোরারি রেসিডেন্সি ভিসা অর্থাৎ স্থায়ী বা অস্থায়ী ভিত্তিতে বসবাস করার ভিসা যারা পাবেন, তারা বিশেষ কিছু সুবিধা ভোগ করবেন।

‘প্রিভিলেজড ইকামা’ নামে এই প্রকল্পটি সৌদি গ্রিন কার্ড নামেও পরিচিত। তিন বছর আগে দেশটির যুবরাজ মোহাম্মেদ বিন সালমান প্রথমবারের মতো সৌদি গ্রিন কার্ডের কথা উল্লেখ করেছিলেন।

Exit mobile version