Site icon Jamuna Television

দক্ষ বিদেশি শ্রমিকদের নাগরিকত্ব দিচ্ছে সৌদি আরব

ছবি: সংগৃহীত।

বিদেশিদের সৌদি আরবের নাগরিকত্ব দেয়ার বিষয়টি অনুমোদন দিয়েছে সৌদি সরকার। তবে সৌদি আরবের নাগরিকত্বের আবেদনের জন্য বিভিন্ন পেশায় বিশেষ দক্ষতা থাকতে হবে বিদেশিদের। তবেই তারা পাবে নাগরিকত্ব। বৃহস্পতিবার (১১ নভেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

শুধু আইন, চিকিৎসা, বিজ্ঞান, সংস্কৃতি, খেলাধুলা ও প্রযুক্তিগত ক্ষেত্রে উচ্চ যোগ্যতা সম্পন্ন পেশাদারদের সৌদি আরবের নাগরিকেত্বের জন্য অনুমোদন দেয়া হয়েছে।

২০১৯ সালে সৌদি আরবের শুরা কাউন্সিল প্রবাসীদের জন্য স্থায়ী বা অস্থায়ী ভিত্তিতে রেসিডেন্ট পারমিট দেয়ার বিধান রেখে একটি রেসিডেন্ট পারমিট আইনের খসড়া অনুমোদন দিয়েছিল। এর আওতায় পার্মানেন্ট বা টেম্পোরারি রেসিডেন্সি ভিসা অর্থাৎ স্থায়ী বা অস্থায়ী ভিত্তিতে বসবাসের করার ভিসা যারা পাবেন, তারা বিশেষ কিছু সুবিধা ভোগ করবেন।

Exit mobile version