Site icon Jamuna Television

পদত্যাগ করলেন মিয়ানমারের প্রেসিডেন্ট

মিয়ানমারের প্রেসিডেন্ট উ তিন চ্যাও পদত্যাগ করেছেন। দেশটির প্রেসিডেন্টের দফতর থেকে ফেসবুকে দেয়া এক পোস্টে জানানো হয়, বিশ্রামের জন্য পদত্যাগ করেছেন তিনি, যা ২১ মার্চ থেকেই কার্যকর।

বিবৃতিতে আরও বলা হয়, ৭ কার্যদিবসের মধ্যে কেউ একজন প্রেসিডেন্টের স্থলাভিষিক্ত হবেন। এক বছর ধরেই গুঞ্জন চলছিলো তিন চ্যাও এর সম্ভাব্য পদত্যাগ নিয়ে। যদিও সরকার ও ক্ষমতাসীন দল বরাবরই তার অস্বীকার করে এসেছেন।

তবে সরকারের তরফ থেকে এটা নিশ্চিত করা হয়েছে যে, চিকিৎসার জন্য বেশ কয়েকবার বিদেশে গেছেন প্রেসিডেন্ট তিন চ্যাও। সর্বশেষ জানুয়ারিতে তিনি সিঙ্গাপুরে যান।

সংবিধান অনুসারে ভাইস প্রেসিডেন্ট উ মিন্ত সোয়ে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন, যতক্ষণ না মিয়ানমারের জাতীয় পার্লামেন্ট নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করে।

Exit mobile version